‘মুজিববর্ষে অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. রাশেদুজ্জামান, প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।
সভায় অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য প্রচলিত আইন থাকলেও তা প্রয়োগের যথেষ্ট প্রাতিষ্ঠানিক সক্ষমতা নেই। এর ফলে কিছু অসদুব্যবসায়ী ভোক্তাদের প্রতারিত করেই যাচ্ছে। সরকারকে এ ব্যাপারে শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম