বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আগামীকাল সোমবার থেকে ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ৩টার দিকে করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার এ সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ছাত্র প্রতিনিধিরা।
জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ছাত্র প্রতিনিধিদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ১১২ জন বিভাগীয় প্রতিনিধি অংশ নেন। দীর্ঘ দুই ঘণ্টা আলোচনা শেষে সোমবার থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় তারা।
শিক্ষার্থীরা জানান, ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে এ ভাইরাসের ভীতিটা সবচেয়ে বেশি। আমাদের উচিত সমস্যা সৃষ্টির আগেই সিদ্ধান্ত নেয়া। বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত না নেয়ায় আমরাই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন