নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর আয়োজনে আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ আয়োজনে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার শিক্ষার্থী, বিতার্কিক, মডারেটর, সংগঠকবৃন্দ অংশগ্রহণ করবেন।
দক্ষিণ ও পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক উৎসবে থাকছে দেশসেরা গুণী বিতার্কিকদের অংশগ্রহণে ‘এনডিএফ বিডি প্যানেল বিতর্ক’। ‘আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে—এই বিষয়ের ওপরে অধ্যাপক মেহের নিগার জুনের সভাপতিত্বে বিতর্কে অংশগ্রহণ করবেন অধ্যাপক শামীম রেজা, রফিকউল্লাহ রোমেল সানা, রাজিব সরকার, নবনীতা চৌধুরী, খায়রুল বাশার সোহেল, মনজুর আল মতিন প্রমুখ।
এছাড়া দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসবে আরও থাকছে বর্ণাঢ্য উৎসব র্যালি, শিশু বিতর্ক, লিডারশিপ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা।
উক্ত সেশনে কিনোট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন কর কমিশনার ও রোটারিয়ান গভর্নর (২০১৭-১৮) এফ এইচ আরিফ, মিট দ্যা সেলিব্রেটিস, পাবলিক স্পিকিং কম্পিটিশন, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা এনডিএফ বিডি কোর ওয়ান জিরো ফাইনাল রাউন্ড বিতর্ক, ইংলিশ ডিবেট ওয়ার্কশপ, ক্যুইজ প্রতিযোগিতা, ইউএন মডেল ডিবেট, স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, রম্য বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক, জুটি বিতর্ক, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ