একাডেমিক ফলাফল বিপর্যয় ও ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে সমাজবিজ্ঞান বিভাগের অধিকাংশ শিক্ষক পরীক্ষার খাতায় কম নাম্বার দিয়ে আসছে। সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভাগের ১৭২জন শিক্ষার্থীর মধ্যে ১৪৮জনের সিজিপিএ ৩.২৫ এর নিচে। এরই প্রেক্ষিতে গত রবিবার দুপুরে তিন দফা দাবিতে শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কাছে একটি স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিভাগের সার্বিক ফলাফল কেন খারাপ সে বিষয়ে তদন্ত, সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফলাফলগুলো পুনঃমুল্যায়ন ও নতুনরূপে ফলাফল প্রকাশ এবং সমাজবিজ্ঞান সমিতি চালুর দাবি জানান।
তবে এ ব্যাপারে বিভাগীয় প্রধানের কাছে কোনো আশানুরূপ বক্তব্য না পাওয়ায় শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, বিভাগের সিংহভাগ শিক্ষার্থীর ফলাফল নাজুক। এ অবস্থায় আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারি না।
এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, শীঘ্রই বিভাগের শিক্ষকদের মিটিং ডেকে সেখানে সার্বিক ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন