সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ৮ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে।
সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭০টি নমুনা জমা হয়। আগের সংগ্রহকৃত কিছু মিলিয়ে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই ১৫০টির মধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এই তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত