বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দশনায় ক্যাম্পাসে পালন করা হয় বৃক্ষরোপণ কার্যক্রম।
পরিবেশ দিবসে এ কর্মসূচি পালনের উদ্যোগ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আসাদুজ্জামান বলেন, দেশকে প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আসুন আমরা সকলে নিজ নিজ জায়গা হতে কমপক্ষে ১টি করে বৃক্ষরোপণ করি।
বিডি প্রতিদিন/ফারজানা