অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) তার শিক্ষা কার্যক্রমে ওয়েবার প্রদানের পরিমাণ উল্লেখযোগ্য হারে অর্থাৎ প্রায় তিনগুণ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে।
২০১৯ সালে এসইউবি প্রায় ১ কোটি টাকা ওয়েবার প্রদান করেছিল। আগামী সেমিস্টার থেকে ওয়েবারের এ পরিমাণ তিনগুণ বাড়িয়ে প্রায় ৩ কোটি টাকা করার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এ ওয়েবার পরিকল্পনার আওতায় এসইউবিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ২০২০-এর গ্রীষ্মকালীন সেমিস্টার থেকেই বর্ধিত ওয়েবার ভোগের সুযোগ পাবেন।
চলতি গ্রীষ্মকালীন সেমিস্টারের আওতায় বর্তমানে এসইউবি'র সাতমসজিদ সড়কস্থ মেইন ক্যাম্পাস, কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাস ও পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসের জন্য অনলাইনে ভর্তি কার্যক্রম অব্যাহত আছে। সে ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ভর্তির জন্য নির্ধারিত বিভাগসমূহ হচ্ছে স্থাপত্য, ব্যবসায় শিক্ষা, সাংবাদিকতা, ইংরেজি, সিএসই, ফার্মেসি, আইন ও খাদ্য প্রকৌশল।
অন্যদিকে, জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধুমাত্র স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হওয়া যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ