আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় ডা. মোর্শেদ বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন একজন দেশপ্রেমিক জনদরদী রাজনীতিবীদ। জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য উত্তরসূরী হিসেবে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে আজীবন মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন খাঁটি দেশপ্রেমিককে হারালো। বাংলাদেশের রাজনীতিতে তার নেতৃত্ব শূণ্যতা সহজে পূরণ হবার নয়।
ডা. মোর্শেদ বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও বড় অবদান রেখেছেন। তার সহযোগিতা না থাকলে এতো দ্রুত বিশ্ববিদ্যালয় অনুমোদন ও বাস্তবায়ন সম্ভব হতো না।
ডা. মোর্শেদ শোকবার্তায় মোহাম্মদ নাসিমের রূহের মাগফেরাত ও তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। একই সাথে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ