ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আব্দুল মালেক নামে এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসে কর্মরত। তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ক্যাম্পাস বন্ধের কারণে তিনি তার বাসা বগুড়াতে ছিলেন। সাত দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। পরে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল (শুক্রবার) পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভের বিষয়টি তাকে জানানো হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল বলেন, ‘সাত দিন ধরে জ্বর থাকাতেই করোনা টেস্ট করা হলে গতকাল পজেটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতে আইসোলশনে আছেন, বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। কিভাবে আক্রান্ত হয়েছেন এ বিষয়ে তিনি (মালেক) কিছুই জানেন না।’
বিডি প্রতিদিন/হিমেল