করোনা মহামারীর মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ(ডিইউএফএস) আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (ইইএসএফএফ)।
দুইদিনব্যাপী এই আয়োজনের আজ শুক্রবার প্রথম দিনে ইইএসএফএফের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আয়োজনের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
উৎসবটির অংশ হিসেবে ‘বিশ্ব শরণার্থী দিবস’ (২০ জুন) উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে শরণার্থী বিষয়ক বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা পর্ব। চলমান করোনাভাইরাস মহামারির কারণে এ বছর সম্পূর্ণ উৎসবটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর বিশ্বের ১০৬টি দেশ থেকে মোট ২ হাজার ৫৮৩ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে।
আয়োজনের ২য় দিনে ‘মানবিক সংকট নিরসনে মানুষের মধ্যে সহানুভ‚তি গড়ে তুলতে মিডিয়া ও শিল্পের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আলোচনায় অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, তরুণ নির্মাতা মৃত্তিকা কামাল এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার একজন প্রতিনিধি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ