জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল সংলগ্ন টিলায় আমগাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত বেশি করে গাছ লাগানো এবং তার যত্ন নেয়া।
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন