চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘পল্লী উন্নয়নে অর্থায়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার (ওয়েব সেমিনার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের উদ্যােগে বিভিন্ন দেশের প্রায় ৬০০ জন অংশগ্রহণকারী নিয়ে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. শিরীণ আখতার। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাক চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া। এতে অতিথির বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব এবং পিকেএসএফ'র নির্বাহী পরিচালক আবদুল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এ বাকী খলিলী।
সেমিনারে উপাচার্যের পক্ষে উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ফিন্যান্স বিভাগ দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করল। মহামারির দুর্যোগপূর্ণ এই সময়ে এ ধরনের সেমিনার আয়োজন অত্যন্ত সময় উপযোগী।
সেমিনারে উঠে আসা বিভিন্ন তথ্য-উপাত্ত ও গবেষণা নীতি-নির্ধারনী পর্যায়ে এবং বাস্তব ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্রাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, করোনা মহামারির ফলে বাংলাদেশের গ্রামাঞ্চলের অর্থনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যাচ্ছে। শহর ছেড়ে একদল নিম্নবিত্ত মানুষ ইতোমধ্যে গ্রামে চলে গেছে। এমনকি মধ্যবিত্তের একটা অংশও গ্রামে চলে গেছে।
হঠাৎ কাজ হারানো এই জনগোষ্ঠিকে ‘নয়া গরীব’ (new poor) হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই পরিস্থিতিতে গ্রামীন অর্থায়ন ও ব্যাবস্থাপনার ক্ষেত্রে আমাদের নতুন করে ভাবতে হবে।
সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেন, গ্রামে শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করা ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এখন পল্লী উন্ময়নের ক্ষেতে এই বিষয়ে জোর দেয়ার সময়ে এসেছে। এছাড়া কিছু প্রতিবন্ধকতা থাকলেও গ্রামীন অর্থনীতিতে ভর্তুকী প্রদানের বিষয়টাও বিবেচনায় রাখতে হবে।
চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. শামীম উদ্দিন খানের সভাপতিত্বে এবং কনফারেন্স কমিটির কনভেনর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুরের সঞ্চালনায় ভার্চুয়ালী আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, ভারতের নর্থ ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জয়নাল উদ্দিন আহমেদ, জাপানের রিটসুমিকান এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুনিম কুমার বড়াল, ভারতের মনিপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চৌধুরী ইবাল ম্যালতেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মঞ্জুর মোর্শেদ ভূইয়া, ভারতের নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অজিত কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আইয়ুব ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত