ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভীত রচনায় তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে নানাবিধ উপায়ে সর্বাত্মক সহোযোগিতা করেছেন। বর্ষিয়াণ এই নেতার প্রয়াণে উপমহাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি সাধিত হলো। উপমহাদেশের রাজনীতিতে অনবদ্য অবদানের জন্য তিনি স্মরনীয় হয়ে থাকবেন।
উপাচার্য তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ