ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিনের মেয়াদ সম্পন্ন হওয়ায় গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন পূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা শেষে উক্ত মেয়াদের (কোষাধ্যক্ষ হিসেবে) অবশিষ্টাংশ পূর্ণ করতে পারবেন। কোষাধ্যক্ষ হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ অনুযায়ী কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলোর তত্ত্বাবধান, বার্ষিক বাজেট প্রণয়ন ও উপস্থাপন, অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনা, প্রকল্পে অর্থের পরিমাণ মূল্যায়ন ইত্যাদি বিষয়গুলো দেখভাল করে থাকেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর