চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘একাডেমিক শৃঙ্খলা, একাডেমিক অ্যাক্সিলেন্স অর্জন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনী কর্মস্পৃহার মাধ্যমে চুয়েটকে আরও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীসহ সকলের আন্তরিক সহযোগিতা ও কাজের একাগ্রতার মাধ্যমে চুয়েট এগিয়ে যাচ্ছে। আগামীতেও সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামী চার বছরেও সবার সার্বিক সহযোগিতা চাই।’
আজ বৃহস্পতিবার চুয়েটের টিএসসি মিলনায়তনে দ্বিতীয় মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় চুয়েট পরিবারের সদস্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পৃথক তিন পর্বে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সঙ্গে, সকাল ১১টায় কর্মকর্তাদের সঙ্গে এবং বেলা ১২টায় কর্মচারীদের সঙ্গে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।
চুয়েট ভিসি বলেন, চুয়েটকে এগিয়ে নিতে আগামী চার বছরের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হবে। নতুন অর্গানোগ্রাম প্রণয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ, বিশ্বমানের ল্যাবরেটরি প্রতিষ্ঠা, আধুনিক যন্ত্রপাতি ক্রয়, দেশের সর্বপ্রথম নির্মিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্প পরিচালনা, নতুন ডিপিপি তৈরি, বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং সেল গঠন, কঠোরভাবে অ্যাকাডেমিক শৃঙ্খলা নিশ্চিতকরণ প্রভৃতি কর্মপরিকল্পনা গ্রহণ করে আগাতে চাই। এসব কাজে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।’
বিডি প্রতিদিন/ আবু জাফর