দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এবং মুক্তিযোদ্ধা উমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
বর্বরোচিত ওই ঘটনার বিচারের দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ সুজন ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাবি শাখার অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই