রাজধানীর এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফজ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ভার্চ্যুয়াল মাধ্যমে এর আয়োজন করা হয়।
সমাবর্তনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আকতারুজ্জামান, স্কুলের প্রধান নির্বাহী ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ, স্কুলের হেড অব ফাইন্যান্স গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইসলামী ধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মূলধারার সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়ার ফলে ইসলামী শিক্ষার প্রতি মানুষের ভুল ধারণা যেমন ভাঙছে, তেমনি ইসলামী ধারার সঙ্গে জড়িতদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মানও বাড়ছে।
সমাবর্তনে অ্যাওয়ার্ড দেওয়া হয় মোট ৯ জন শিক্ষার্থীকে। তারা হলো আদিবা আয়েশা সুহা, মালিহা জুয়াইরিয়া, আবদুল্লাহ ইবন আফজাল, আইশাহ বিনতে শাফকাত, জেবাদিয়া বিনতে আলম, মাহদিয়া পাটওয়ারী, সালিম চিশতী, মো. মোস্তাসিউর রহমান ও মোদাচ্ছির আজিম কাসিফ।
বিডি প্রতিদিন/আল আমীন