বাংলাদেশ স্টেম সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনলাইনে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী।
ওয়েবিনারে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের ৪ জন স্বনামধন্য প্রফেসর ও গবেষক আমন্ত্রিত অতিথি হিসাবে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন নিয়ে তাদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।
দক্ষিণ কোরিয়া থেকে সেজং (Sejong) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এস এম রিয়াজুল ইসলাম প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শিক্ষাকে কিভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে বিষদ আলোচনা করেন।
আমেরিকার লুসিয়ানা স্টেট (Louisiana state) ইউনিভার্সিটির ড. নূরে আলম সিদ্দিকী কোভিড-১৯ গবেষণা নিয়ে আলোচনা করেন।
মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ কেবাসাং থেকে প্রফেসর ড. আখতারুজ্জামান সোলার সেল গবেষণার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের পরিচালক ড. শাকিলুর রহমান রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসা এবং বাংলাদেশের বাস্তবতা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মানুষের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ সৃষ্টি-ই হল শিক্ষা। আর যে শিক্ষা বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে টিকে থাকতে সহায়তা করবে সেটি হল টেকসই শিক্ষা। টেকসই উন্নয়ন ও একবিংশ শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ স্টেম সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ড. নাজমুল কায়েসের সঞ্চালনায় ওয়েবিনারে দেশ-বিদেশ থেকে শতাধিক গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রবিবার ই-মেইলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ আবু জাফর