চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধের দুই দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অস্থায়ী কর্মচারীরা।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন কর্মচারীরা।
কর্মচারীদের অবস্থান কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ জানান, কর্মচারীদের সমস্যা নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছি, সময় সাপেক্ষে সব কিছু বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, প্রায় ১৩ মাস যাবৎ দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ থাকায় ২০১৯ সালের নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭৬ জন কর্মচারী আমরণ অনশন, আন্দোলনসহ অবস্থান কর্মসূচি পালন করে এলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন