যাত্রা শুরু করলো বাংলাদেশের প্রথম অনলাইন ভার্চুয়াল শিক্ষামূলক টিউটরিং প্ল্যাটফর্ম দীক্ষা। আজ বৃহস্পতিবার অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ সূচনার ঘোষণা দেন নারী উদ্যোক্তা ও দীক্ষার প্রধান নির্বাহী কর্মকর্তা রিনা খানম।
রিনা খানম বলেন, করোনাকালীন এই সময়ে আমরা সবাই এখন পরিচিত অনলাইন ক্লাসের সাথে। ইউনিভার্সিটি থেকে স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠানেই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এখন অনেক জনপ্রিয়। দীক্ষা সেরকমই একটি অনলাইন প্ল্যাটফর্ম। দীক্ষা আমাদের দেশে তৈরি প্রথম অনলাইন ভার্চুয়াল ক্লাসরুম।
তিনি বলেন, টিউশন নিয়ে ঘাটাঘাটি করতে করতে দেখলাম অনেক উন্নত দেশে এখন অনলাইন টিউশন বেশ জনপ্রিয়। এতে করে টিচার বা স্টুডেন্টকে কোথাও যাওয়ার দরকার নেই। যে যার বাসায় থেকে যেকোনো সুবিধাজনক সময়ে পড়তে পারে। আমার দীর্ঘ টিচিং অভিজ্ঞতা কাজে লাগাতে লাগলাম। আমাদের সাথে যুক্ত হলেন আরও কিছু কর্মী মানুষ।
দীক্ষার অপারেশন টিমের সাথে কাজ করে যাচ্ছেন ফেরদৌসি শান্তা। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। দীক্ষা ভার্চুয়াল ক্লাসরুম হতে পারে একটি অন্যতম মাইলফলক।
http://www.dikkha.com এই ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য।
বিডি প্রতিদিন/আবু জাফর