ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের অন্যতম ক্লাব ‘ভয়েজ অব বিজনেস’ এর উদ্যোগে সম্প্রতি মানসিক স্বাস্থ্যের উপর একটি সেশন আয়োজন করা হয়। এতে সংগঠনটির সকল সদস্য অংশগ্রহণ করেন।
বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে ক্লাবের সদস্যদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের কথা বিবেচনা করে ক্লাবটি ভিন্নধর্মী এই সেশনটির আয়োজন করে। দুই ঘণ্টা ব্যাপী এই সেশনে বক্তা হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মনোবিদ বিলকিস খানম। সেশনটি ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং মাধ্যম 'গুগল মিট' এ অনুষ্ঠিত হয় এবং ক্লাবটির সকল সদস্য সেশনটিতে অংশগ্রহণ করেন।
সেশন জুড়ে মনোবিদ বিলকিস খানম মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং মানসিকভাবে সুস্থ থাকার বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি বলেন, কর্মব্যস্ত জীবনে আমরা প্রায় আমাদের মানসিক স্বাস্থ্যের উপর মনোযোগ দিই না। নিজের অজান্তেই আমরা ডিপ্রেশন, একাকীত্ব, অবসাদ সহ বিভিন্ন ধরনের মানসিক রোগে ভুগি। বর্তমান করোনা মহামারী আমাদের জীবনকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।
তিনি বলেন, এই সময় আমাদের উচিত পরিবারের সাথে সময় কাটানো এবং যে কাজগুলো আমাদের মানসিক প্রশান্তি দেয় সেগুলো করা। তিনি আরও বলেন, করোনাকালীন এই অনিশ্চিত সময়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া সবচাইতে বেশি জরুরি। এছাড়া সেশন এর শেষে প্রশ্ন-উত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, ভয়েজ অব বিজনেস (ভিওবি) ঢাবির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র প্রকাশনা সংস্থা যা গত এক যুগ ধরে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মশালা, সেশন ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। গত কয়েকমাস ধরেই ভয়েজ অব বিজনেস (ভিওবি) শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ধরনের সেশন এর আয়োজন করে আসছে।
বিডি প্রতিদিন/আবু জাফর