ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের মাতা জামিলা বেগমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক জানান তিনি।
এতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জামিলা বেগম গত শুক্রবার সকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় তার মেয়ের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল