সারাদেশের মতো বরিশালেও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তবে বেসরকারি কলেজে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এদিকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিকে বৈধ বলে দাবি করছেন বেসরকারি কলেজ কর্তৃপক্ষ।
রবিবার সকাল থেকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ৩৫০ টি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নগরীর বেসরকারি অমৃত লাল দে মহাবিদ্যালয়ে সরকার নির্ধারিত ৩ হাজার টাকা ফি’র পরিবর্তে ৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও বাড়তি টাকা আদায়ের অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
তবে বৈধভাবেই বাড়তি ২ হাজার টাকা করে আদায়ের দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ।
নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল জানান, চলতি শিক্ষাবর্ষের জুলাই ও আগস্ট মাসের বেতন বাবদ ৯ শ’, ভর্তির আবেদন ফরম বাবদ ১ শ’ এবং বাকি টাকা নেয়া হচ্ছে কলেজ উন্নয়ন খাতে।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ১ লাখ ৫০ হাজার আসনের বিপরীতে এবার ভর্তির জন্য আবেদন করেছে ৭৮ হাজার ৫৬২ জন শিক্ষার্থী। তবে অনলাইনে ৬৫ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা