চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে। তবে, বরাবরের মতো এবারও বরাদ্দ বাড়েনি গবেষণা খাতে।
আজ রবিবার (১৩ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ৩২তম বার্ষিক সিনেট সভায় এই বাজেট উপস্থাপন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। পরে সিনেট সদস্যরা তা অনুমোদন দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আগামী অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা ও উন্নয়ন বিষয়কে গুরুত্বারোপ করে সকল পরিকল্পনা তৈরি করেছে। আন্তর্জাতিক র্যাংকিংয়ে চবির অবস্থানকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য গবেষণা মান ও পরিমাণ বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।
বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে ৫১৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছিল। এ চাহিদার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৪৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা। ঘাটতি বাজেট ৫ কোটি ৫৫ লাখ টাকা।
২০২০-২১ অর্থ বছরের অনুমোদিত বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২২২ কোটি ২০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৪.১৬ শতাংশ। তবে গবেষণা খাতে গত বছরের মাত্র ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ অপরিবর্তিত রয়েছে। যা মোট বাজেটের মাত্র ১.২১ শতাংশ।
এদিকে অনুমোদিত বাজেটে প্রতি শিক্ষার্থীর পেছনে বাৎসরিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৩৭ টাকা। এর বিপরীতে আয় ধরা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। বাজেটের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মধ্যে চিকিৎসায় ৫৬ লাখ, পরিবহন ২ কোটি ১৫ লাখ, বইপত্র, সংবাদপত্র ও সাময়িকী খাতে ৮৮ লাখ টাকা ও প্রকাশনা খাতে ১৭ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।
পরে বাজেটের ওপর সরাসরি আলোচনা করেন সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ দানেশ, আইন অনুষদের ডিন ও সিনেট সদস্য অধ্যাপক ড. এ বি এম আবু নোমান, ছাত্র-শিক্ষক উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, সিন্ডিকেট সদস্য ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, সিনেট সদস্য ড. মঞ্জুরুল আমিন চৌধুরী, সিনেট সদস্য এম এ গফুর, সিনেট সদস্য এস এম ফজলুল হক।
অন্যদিকে অনলাইনে আলোচনায় অংশ নেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ ওয়াসিকা আয়েশা খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এখলাছুর রহমান, অধ্যাপক বেনু কুমার দে, সিনেট সদস্য অধ্যাপক জমির উদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব হোসেন প্রামাণিক, চবি জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন মাহবুবুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
বিডি প্রতিদিন/আবু জাফর