শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ‘স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্বয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্সের অংশ হিসেবে এ ভাষণ শিক্ষার্থীদের পড়ানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ হচ্ছে আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। এ ভাষণ বর্তমান তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস চর্চা করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬০তম সভায় ভাষণটিকে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সিন্ডিকেটের অনুমতি সাপেক্ষে আগামী বছর হতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ কোর্সটি পাবে।
এদিকে কোর্সের কাঠামোসহ সার্বিক বিষয় নির্ধারণ করে সুপারিশ প্রদানের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মদকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আশফাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম।
বিডি প্রতিদিন/হিমেল