চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নূরুদ্দীন চৌধুরী (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। ২০০২-০৬ সালে চবির উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ বলেন, কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য থাকাকালীন তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, যোগ্য ও ভালো মনের মানুষ। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত ও শোকাহত।
বিডি প্রতিদিন/এ মজুমদার