৩ ডিসেম্বর, ২০২০ ১৪:৩২

রাজনৈতিক উদ্দেশে ভাস্কর্য-মূর্তিকে একাকার করা হচ্ছে: ঢাবি শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজনৈতিক উদ্দেশে ভাস্কর্য-মূর্তিকে একাকার করা হচ্ছে: ঢাবি শিক্ষক সমিতি

ফাইল ছবি

'ভাস্কর্যের বিরােধিতার নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং অবমাননাকর বক্তব্যে'র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে 'হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য নিয়ে একটি গােষ্ঠী ভাষ্কর্য আর মূর্তিকে একাকার করে সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে' বলে মন্তব্য করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মাে. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে এই মন্তব্য করা হয়।

বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সাথে তুলনা ও তার অবমাননার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জাতি এ ধরনের ষড়যন্ত্র অতীতে মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। আমরা উগ্র ধর্মান্ধ মৌলবাদী চক্রের এহেন অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর