খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষার্থী শাস্তি মওকুফ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার এ ব্যাপারে পত্র দেওয়া হয়েছে। শাস্তি মওকুফ হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম।
অভিযুক্ত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৩১/১২/২০২০ তারিখে শৃঙ্খলা বোর্ড আরোপিত শাস্তি মওকুফ করা হয়েছে। শৃঙ্খলা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর