বছর ঘুরে আবারো আসছে ঋতুরাজ ‘বসন্ত’। কিন্তু করোনা মহামারিতে আমাদের জীবন যেনো অনেকটাই থমকে গিয়েছে। শিক্ষার্থীরা দূরে রয়েছে তার প্রিয় ক্যাম্পাস হতে। তাই তো সবাইকে আবারো উজ্জীবিত করতে নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজন করতে যাচ্ছে 'সিএসই মিট আপ, বসন্ত উৎসব এবং পিঠা উৎসব'। পাশাপাশি থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকলের মাঝে বসন্তের আমেজ ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পার্মানেন্ট ক্যাম্পাসেই আয়োজিত হতে যাচ্ছে এবারের বসন্ত উৎসব। করোনার মহামারির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে অনুষ্ঠানে উপস্থিতি সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ আসন বিন্যাসেরও ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে আংশগ্রহণ করবেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অ্যালামনাইগণ, বর্তমান সকল শিক্ষার্থী (স্প্রিং ২০২১ পর্যন্ত), অভিভাবকগণ (মা-বাবা, স্বামী/স্ত্রী, ভাই-বোন) এবং সদ্য এইচএসসি ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা।
সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে 'নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কম্পিউটার ক্লাব।' অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
বিডি প্রতিদিন/আল আমীন