১৪ই ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবস; যা ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে বিশ্বে পরিচিত। প্রতি বছর এ দিনে অনেক দেশের মতই বাংলাদেশেও উদযাপন করা হয় এ ‘ভালোবাসা দিবস’।
প্রেমিক যুগলেরা দিবসটি পালন শুরু করতে চলেছে। ঠিক সেই মুহূর্তে বিক্ষোভ-সমাবেশ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।
রবিবার বেলা ১১টায় রাবি ক্যাম্পাসে প্রেমিক যুগলের সুখস্মৃতি খ্যাত প্যারিস রোডে এ বিক্ষোভ-সমাবেশ করেন রাবির প্রেম বঞ্চিত সংঘ’র সদস্যরা।
‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ লেখা ব্যানারে মিছিলটি বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।
অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।
কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সদস্যসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচি শেষে তারা বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ জানাই। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। এক জন চার-পাঁচটা প্রেম করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।’
বিডি প্রতিদিন/হিমেল