জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
রবিবার বিকেল তিনটায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে নসিমন ভবন দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি কে আলম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে মিছিলটি কাজীর দেউড়ি মোড় অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। পরে ছাত্রদল নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে মিছিলটি এগিয়ে যায়।
এসময় চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, আরাফাত খাঁন, জসিম উদ্দিন, অর্থ সম্পাদক হাসান আহমেদ, সহ-দপ্তর সম্পাদক আইনুল হোসেনসহ চবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই