হোস্টেল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উত্তপ্ত হয়ে উঠেছে কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট। হোস্টেল খোলার দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার রাত থেকেই শিক্ষার্থীরা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সারারাত তারা প্রাঙ্গণেই কাটান।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল ইসলাম রাফি জানান, তিনিসহ প্রায় দেড়শ শিক্ষার্থী হোস্টেলে থেকে পড়ালেখা করছিলেন। করোনার কারণে পলিটেকনিক ও হোস্টেল বন্ধ থাকায় শিক্ষার্থীরা এতদিন নিজ নিজ বাড়িতেই ছিলেন। কিন্তু সমস্যার সৃষ্টি হয় পরীক্ষা নিয়ে। কর্তৃপক্ষ হোস্টেল বন্ধ রেখেই পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন।
১৫ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় সেমিস্টারের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। আর চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। শুধুমাত্র পরীক্ষা চলাকালীন বাইরে কোথাও মেসও পাওয়া যাচ্ছে না।
একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, পরীক্ষার কারণে শিক্ষার্থীরা ইন্সটিটিউটে গিয়ে হোস্টেল বন্ধ দেখতে পেয়ে বিড়ম্বনায় পড়েন। এ অবস্থায় তারা কর্তৃপক্ষের কাছে হোস্টেল খোলার আবেদন করলে কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় সোমবার রাত থেকে শিক্ষার্থীরা ইন্সটিটিউট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এ ব্যাপারে পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রকিব বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়ায় হোস্টেল খোলা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে উল্লেখ করে প্রিন্সিপাল জানান, খুব শিগগির তারা ইতিবাচক সিদ্ধান্ত পাবেন বলে আশা করছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর