একই শিক্ষক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এক সাথে চাকরি করছেন। এর মধ্যে একটি বিদ্যালয়ে তিনি এমপিও ভুক্ত হয়েছেন। এনিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, রংপুর নগরীর বাসিন্দা মাসুদ রানা নামে এক শিক্ষক রংপুর চেম্বার পরিচালিত আরসিসিআই স্কুল এন্ড কলেজে গণিত বিষয়ে শিক্ষকতা করছেন। ওই প্রতিষ্ঠানে তিনি এমপিও ভুক্ত হয়েছেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি তিনি পার্বতীপুর খোলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে গণিত বিষয়ের শিক্ষক। এ অবস্থা চলছে কয়েক বছর ধরে।
করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুই প্রতিষ্ঠান থেকে বেতনভাতা উত্তোলন করা হচ্ছে। বিষয়টি অন্যান্য শিক্ষকদের মাঝে জানাজানি হলে তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপিও ভুক্ত হওয়ার পর একজন শিক্ষক কিভাবে দুটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা বলেন বিষয়টি তদন্ত করলে আরসিসিআইয়ের অনেক দুর্নীতি প্রকাশ হয়ে পড়বে।
শিক্ষক মাসুদ রানা দুটি প্রতিষ্ঠানে শিক্ষকতার বিষয়টি স্বীকার করে বলেন, আমি খুব দ্রুত একটি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিব। তিনি আরও বলেন খেলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সুযোগ-সুবিধা বেশি ওখানেই স্থায়ী ভাবে চাকরি করার ইচ্ছা রয়েছে।
এবিষয়ে আরসিসিআই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, মাসুদ রানা তার প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত একজন শিক্ষক। তিনি অংক বিভাগে শিক্ষকতা করছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর