বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দেশের বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার রাতে চালানো ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন। একই দাবিতে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।
প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়ে শামসুন্নাহার হল, শাহবাগ মোড় প্রদক্ষিণ করে, রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজউল্লাহ, সামজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরীয়ার।
এদিকে, হামলার নিন্দা জানিয়ে দেওয়া ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কথিক শ্রমিক নামক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে। সেইসাথে, ছাত্রলীগ পরিবার আইন-শৃঙ্খলা বাহিনীকে ওই ঘটনা সুষ্ঠু তদন্ত করে, হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই হামলায় আহত সব শিক্ষার্থীর আশু সুস্থতা কামনা করেছেন।
এদিকে, হামলার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হলে শিক্ষার্থীদের সাথে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা জাতির বিভিন্ন মুক্তির আন্দোলনে ছাত্র-শ্রমিককে এক কাতারে এসে আন্দোলন করতে দেখেছি। কিন্তু বর্তমান সময়ে কিছু সন্ত্রাসী ছাত্র-শ্রমিকের বিভেদ তৈরি করে, ফায়দা হাসিল করার চেষ্টা করছে। সরকারের ছত্রছায়ায় এসব সন্ত্রাসী বেড়ে ওঠে যা স্বৈরাচারী সরকারকে টিকে থাকতে সহায়তা করে।
এ ছাড়া হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট ও ছাত্রমৈত্রী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ