২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৫০

ববি নাট্যদলের সাহিত্যপত্র ‘আখর’ এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ববি নাট্যদলের সাহিত্যপত্র ‘আখর’ এর মোড়ক উন্মোচন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, সহশিক্ষাহীন শিক্ষা পরিপূর্ণ শিক্ষা নয়। মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষার সাথে সহশিক্ষা একান্ত দরকার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সাহিত্যপত্র ‘আখর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আজ রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে ‘আখর’ এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

এ সময় উপাচার্য আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার কার্যক্রম চলছে। এ জন্য দরকার সর্ব-মহলের সহযোগিতা। এখানে শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট পাবে না, শিখবে নৈতিকতা ও মানবতা বোধ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব আয়োজন করার আশ্বাস দেন তিনি। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম,বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, নাট্যকার ও নির্দেশক অনিমেশ সাহা লিটু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর