বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশন কর্মসূচি তুলে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থীরা।
গতকাল রবিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক শেষে এই অনশন কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা।
এর আগে তৃতীয় বর্ষের (৪৬ তম ব্যাচ) চূড়ান্ত পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত ২৬ মাস ধরে তৃতীয় বর্ষে থাকলেও এখনও চূড়ান্ত পরীক্ষা দিতে না পারায় এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা। তারা আসছে রোজার ঈদের আগে যেকোনো মূল্যে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর