সাউন্ড সিস্টেম নিয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিদেশি অতিথিদের আগমন উপলক্ষে আনন্দ মিছিলের প্রস্তুতির সময়ে শহীদ মিনারে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েক আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করে নিজের উপর হামলার পাল্টা অভিযোগ করেছেন জুবায়ের।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আনন্দ মিছিলের জন্য শহীদ মিনারে আনা সাউন্ড সিস্টেমে গান বাজাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এসময় মহানগর দক্ষিণের কয়েকজন নেতাকর্মী এসে গান বন্ধ করতে বললে কথা কাটাকাটির সূচনা হয়। পরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সেখানে এসে বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের উপর চড়াও হন। ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতা জানান, জুবায়ের তাদের মেরে শহীদ মিনার থেকে নামিয়ে দেয়। ঘটনাস্থলে প্রথম ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং পরে সভাপতি আল নাহিয়ান খান জয় এসেছিলেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুবায়ের বলেন, 'নেতাকর্মীদের উজ্জীবিত করতে আমি স্লোগান দিতে চাচ্ছিলাম। আমার দুইজন কর্মী সাউন্ড সিস্টেমের অপারটরদের গিয়ে গান বন্ধ করতে বলে। কিন্তু সেখানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তাদের সাথে দুর্ব্যবহার করে। পরে আমি ঘটনাস্থলে গেলে আমার উপরও হামলা করে।'
হামলার শিকার নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা গেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনের নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা কেউই সাড়া দেননি।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাংগঠনিক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এদিকে, দুপুর দুইটায় আনন্দ মিছিল করার কথা থাকলেও বিকেলে চারটার দিকে তা শুরু হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের যায়। এতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল