গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন: অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন’ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
এ সময় তিনি অ্যাক্রিডিটেশনের জন্য অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি বলেন, ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশনের প্রযুক্তিগত উৎকর্ষতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের তথ্য ও জ্ঞানভিত্তিক ধারণারই প্রতিফলন। এছাড়া তিনি অগ্নিঝরা মার্চ মাস বাঙালির স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে নানা কারণে ঘটনাবহুল ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি ২৫ মার্চের গণহত্যা দিবসকে স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সকলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে লালন করে দেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে উন্নত রাষ্ট্র গড়ার আহবান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান। টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলার এম. আমিনুর এবং ডুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার