পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একইসঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৬ মার্চ) সমিতির দপ্তর সম্পাদক ইসমাইল সোহেলের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এ নিন্দা জানান। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ সংগ্রহের সময় ছাত্রলীগের হামলার শিকার হন 'দৈনিক প্রথম আলো'র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার এবং 'বাংলা ট্রিবিউনে'র আবিদ হাসান রাসেল।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অন্যথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের সকল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত