স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক, অফিস/ইনস্টিটিউট/সেন্টার প্রধানগণ, হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শুক্রবার সন্ধ্যা সাতটায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুয়েটের শিক্ষকগণের অংশগ্রহণে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সাংবাদিক অজয় দাশগুপ্ত, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বুয়েটের সকল গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন