ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল ভোরে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রদের অনলাইনভিত্তিক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতা।
এছাড়াও কলেজ অডিটরিয়ামে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধাগণের ধারণকৃত সাক্ষাতকার প্রদর্শনী, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরিবেশনা, স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকার আদলে লাল ও সবুজ রঙের আলোকসজ্জা করা হয়।
পাশাপাশি স্বাধীনতা ও জাতীয় দিবসের সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে কলেজকে সজ্জিত করা হয়। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ এবং কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও ২৫ মার্চের গণহত্যায় শহীদদের স্মরণে কলেজের মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন, সন্ধ্যা সাতটায় মোমবাতি প্রজ্জ্বলন, রাত নয়টায় ১ মিনিটের জন্য প্রতীকী ব্লাক-আউট পালন, রাত সাড়ে নয়টা থেকে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন