বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারী মনোয়ার হোসেন ও আতিক হাসান সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর উপকণ্ঠে দমদমা ব্রিজের কাছে গাঁজা সেবন করতে দিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরের তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান জানান, দুইজন কর্মচারী গাঁজাসহ ধরা পড়েছে। এসময় তাদের কাছ থেকে আড়াই হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও জালটাকার জন্য নিয়মিত পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার ওই দুই কর্মচারীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানি বলেন, অপরাধী হলে তাকে শাস্তি পেতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ক্ষেত্রে কোনো ছাড় দিবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর