রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান রাজু’র সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল হোসেন বলেন, "রাজু ভাই ছিলেন তার পরিবারের একমাত্র ভরসা। তাকে খুঁজে পেতে তার পরিবারের কান্না এখনও থামছে না। কিন্তু হতাশার বিষয়, তার সন্ধান দিতে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও পদক্ষেপ নেই। রাজু ভাইকে অনতিবিলম্বে তার পরিবার ও আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।"
প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সৌমিক বাগচী বলেন, 'একটা মানুষ বিভিন্ন কারণে নিখোঁজ হতেই পারে কিন্তু পনেরো দিন যাবৎ কাউকে খুঁজে পাওয়া যাবে না তা একটা রাষ্ট্রে সমীচীন নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না তাও হতাশার বিষয়।'
বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল হক রনি বলেন, 'একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পনেরো দিন ধরে নিখোঁজ এটা খুবই অবাক করা বিষয়। তাহলে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যদি নিখোঁজ হয় তাহলে সে কীরকম তাচ্ছিল্যের স্বীকার হয় সেটা ভাবার বিষয়। রাজু ভাইয়ের সন্ধান দিতে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টতই অনীহা দেখাচ্ছে।'
ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তাসবিবুল গণি নিলয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষার্থী রুস্তম আলী, দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান প্রমুখ।
উল্লেখ্য, রাজু ঢাকার মিরপুর ডি ব্লকের ৬ নম্বর সেকশনে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকছিলেন। গত ২৪ জুন রাতে এশার নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি। ২৬ জুন ঢাকার পল্লবী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল