জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 'সংবাদপত্রে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুর স্মৃতিগাঁথা' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসির সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ও সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রহিম এই প্রদর্শশনী পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক নানা ঘটনা নিয়ে তৎকালীন দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ৪৩ টি ‘পেপার কাটিং’ নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এই প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনার দুর্লভ পেপারকাটিং তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীর শিরোনাম ও ছবি দেখে মানুষ বঙ্গবন্ধুর জীবনের অনেক ঐতিহাসিক বিষয় জানতে পারবে এবং জাতীয় জীবনে তার আদর্শকে ধারেণ করতে অনুপ্রেরণা পাবে।
কর্মসূচি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এ বছর মহামারী পরিস্থিতি বিবেচনায় আমরা সীমিত পরিসরে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর গণমাধ্যম কেন্দ্রিক স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করি। যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানার সুযোগ পায়।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির। এসময় সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল