ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে” শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের প্রভোস্ট নিজ নিজ হলে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে” শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন এবং ইবি প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াত এবং বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই