শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মোড়ক উন্মোচনকালে উপাচার্য বলেন, 'একটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক প্রতিফলিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এছাড়া প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিরাজমান সমস্যা ও দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়।'
তিনি আরো বলেন, 'বছরভিত্তিক এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল রাখাতে পারবো।'
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, শাহপরান হল প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মিজানুর রহমান খান, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. আব্দুল বাতেন, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মহিবুল আলম।
এছাড়া বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০ এর সম্পাদনা ও প্রকাশনা কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সহ কমিটির সদস্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার, হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদীন, প্রিন্সিপাল ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মুমিনুল হক, উপ রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন