সম্প্রতি প্রকাশিত হলো ও’ লেভেল এবং এ’ লেভেলের জুন মাসের সিরিজ পরীক্ষার ফলাফল। যেখানে সকল শিক্ষার্থীর মোট বিষয় সংখ্যা (নাম্বার অফ এন্ট্রি) বিবেচনায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ৯৫% এ’ স্টার (এ*) ও শতভাগ এ’ গ্রেডসহ ফলাফল অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মতিউর রহমানের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই নিয়মে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ’ লেভেল পরীক্ষায় ৯৫% এবং ও’ লেভেলে ৭৫% এ’ স্টার এবং ‘এ এস’ পরীক্ষায় ১০০% এ’ গ্রেড অর্জন করে অসাধারণ ফলাফল নিশ্চিত করে।
উল্লেখ্য, ক্যামব্রিজ পাঠ্যক্রমে এ* গ্রেডের জন্য ন্যূনতম ৯০% মার্কস পেতে হয় আর এ’ গ্রেডের জন্য ন্যূনতম ৮০%। ও’ লেভেল মাধ্যমিক এবং এ লেভেল উচ্চ মাধ্যমিক লেভেলের সমতুল্য। আর ‘এ এস’ হলো, এ লেভেলের ফার্স্ট পার্ট।
সৃজনশীল শিক্ষাদানের প্রত্যয়ে ২০০২ সালে মাত্র ২০০ ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে এখন প্রায় ১৫০০০ ছাত্র-ছাত্রী এখানে পড়ালেখা করছে। এখানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্বে আছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস হামিদা আলী। বিশিষ্ট শিক্ষানুরাগী ও উদ্যোক্তা প্রকৌশলী এম এ রশিদের পৃষ্ঠপোষকতায় এটি পরিচালিত হয়। বাংলা মাধ্যম, ইংরেজি ভার্ষন ও ইংরেজি মাধ্যমের এই প্রতিষ্ঠানটির মালিবাগ, বনানী, বারিধারা, মিরপুর ও উত্তরায় মিলে মোট ৬টি শাখা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ