ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ই আগস্ট ভার্চুয়াল আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি.এম.শফি। তিনি বলেন, আমরা সবাই জানি এই উপমহাদেশিক রাজনৈতিক গগনে বঙ্গবন্ধুর অবস্থান এক অতি উজ্জ্বল নক্ষত্রের মত। তিনি সারা জীবন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, তার পরিবারের সকল সদস্যদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী। বঙ্গবন্ধুর জীবদ্দশায় এই মহান নেতার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। স্মৃতিচারণের একপর্যায়ে কাইয়ুর রেজা চৌধুরী আবেগপ্রবণ হয়ে পড়েন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান মাহমুদ। তিনি তার বক্তব্যে ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউএপির স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস এ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমাজ কল্যাণ অধিদপ্তরের পরিচালক অবঃ এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিল ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা, রেজিস্ট্রার আবদুল্লাহ আল মাসুদ, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির