ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট (সিজিপি) অফিস ১৮ আগস্ট আইইউবি থেকে সদ্য পাশকৃত গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার বিষয়ক এক ওয়েবিনার আয়োজন করে।
"গেট এমপ্লয়েড-মেক ইউরসেলফ জব রেডি" শীর্ষক এ ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেব বক্তব্য দেন আইইউবি'র ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান।
দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭ বছর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি প্রতিযোগিতার বিশ্বে একজন চাকরি প্রত্যাশীকে কিভাবে প্রস্তুত করতে হবে, কি কি দক্ষতা অর্জন করতে হবে এবং কিভাবে নিজেকে চাকরিদাতাদের সামনে উপস্থাপন করতে হবে সে বিষয়ে আলোকপাত করেন। বাস্তবমুখী জ্ঞানার্জনের পাশাপাশি শক্তিশালী নেটোয়ার্ক ও যোগাযোগ দক্ষতা একজন চাকরিপ্রার্থীকে একধাপ এগিয়ে রাখে বলেও তিনি মন্তব্য করেন। চাকরি পাওয়ার পর নিজ প্রতিষ্ঠানের জন্য শতভাগ বিলিয়ে দেওয়া, সততা ও নিষ্ঠার সাথে কাজ করা, ইতিবাচক মনোভাব, সহকর্মীদের প্রতি যথাযথ সম্মান ও টিমে কাজ করার মনোভাব রেখে কাজ করার প্রতি তিনি সবাইকে আহ্বান করেন।
ত্রিশ জনের বেশি গ্র্যাজুয়েট এ আলোচনায় অংশ গ্রহণ করেন। প্রশ্ন-উত্তর পর্বে তিনি চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিজিপি'র ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজ। এসময় সিজিপি'র সহকারী পরিচালক শারমিন ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন