শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত।
জানা যায়, চার বোন এক ভাইয়ের মধ্যে সিনথিয়া দ্বিতীয়। তার বাড়ি কিশোরগঞ্জ। শাবিপ্রবি থেকে স্নাতক শেষে সিনথিয়া চাকুরির প্রস্তুতির পড়াশোনা করছিল। চলতি মাসের ৮ আগস্ট তার কোলন ক্যান্সার ধরা পড়ে।
বর্তমানে সিনথিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার ক্যান্সার ৩য় স্টেজে রয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ৩০ লক্ষ টাকা। তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে চিকিৎসার এই ব্যয়ভার বহন করা সম্ভব না। তাই তরুণ এই সম্ভাবনাময় জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার ও বন্ধুরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত